চট্টগ্রাম শব্দটি বলতে গেলেই আমাদের উচ্চারণ করতে হয় 'গ্রাম' শব্দটিকে।আমরা গ্রাম বাংলার মানুষ।গ্রামে বেড়ে উঠা, গ্রামে শায়িত হওয়ার যে চিরন্তন রীতি আমরা চর্চা করি তাতে মাঝে মাঝে মনে হয় কী এক অসাধারণ মায়ার বাধনে আমরা জড়িয়ে রেখেছি আমরা আমাদের গ্রাম বাংলাকে।
সমাজের উচু তলার, শিক্ষিত, আধুনিক মানুষ সবাই গ্রাম গ্রামীণ জীবন নিয়ে যে নষ্টালজিয়ায় আক্রান্ত হন তা বর্তমান হিপোক্রেসির নামান্তর। প্রশ্নের অবতারণা হয়- গ্রাম কি আর গ্রাম আছে ?
বিভিন্ন উৎসবে আমরা অনেকেই অধিক উৎসাহ নিয়ে গ্রামে যাই, মন প্রাণ উজাড় করে ভালবাসাময় ফেবু স্ট্যাটাস নিয়ে তৃপ্তির ঢেকুর তুলি, আহ কি মায়াময় গ্রাম।
কিন্তু আপনি কি আদৌ আপনার গ্রামকে মনে লালন করেন বা করতে পারেন বা চান...?
উৎসবের আতিশয্যে যখনই শহুরে মানুষেরা ঝাকে ঝাকে ঝাটকার মত গ্রামে ভীড় করে তখন অনেক টিপ্পনী কাটা গ্রামের অধিবাসীরা বলে উঠেন- " ওয়াঁ তোয়ারা আঁরার খবর লন্না, তোঁয়ারা ত ওয়া ডঁর মানুষ হই গেইয়্যুগই। "
আসলেই কি শহরে মানুষেরা পরম আত্মীয়ের মত গ্রামের মানুষদের সাথে মিশতে পারেন?
গ্রামের আত্মীয়দের বরন করে নিতে ইচ্ছুক ?
গ্রামের প্রকৃতি,বায়ুমণ্ডল সজীবতা,পুকুর ঘাটের আড্ডা,মুখোরচক খাওয়ার বিনিময়, পারিবারিক আনন্দ অনুভূতি বিনিময় নিয়ে আমরা সবাই যে উচ্ছ্বাস প্রকাশ করি তা কি আদৌ আমাদের মনকে ছুয়ে যায় নাকি তা কেবল মেকী বাস্তবতা।
গ্রাম এবং গ্রামীণ জনগোষ্টির ব্যাপারে ঢালাওভাবে যে কথাটি বলা হয়- " গ্রামীণ জীবন নির্মোহ,নিমেই গ্রামের মানুষ সহজ ও সরল তবে কী, শহুরে মানুষ কুটিল, জটিল। "
মানুষতো মানুষই শহুরে, গ্রামীণ কোন তফাৎ নেই।
নগর জীবনে মানুষ যেমন ব্যস্ত ঠিক তেমনি গ্রামীণ জীবনেও মানুষ ব্যস্ত।
গ্রামে ও শহরে দুটো অঞ্চলেই কমিউনিটি সেন্টার ছাড়া কোন সামাজিক অনুষ্টান কল্পনা করা যায়না।
গ্রামে বসবাসরত মানুষদের গ্রামে বসবাস করা নিয়ে যে অহংকারবোধ ও হীনমন্যতা আছে, শহরের মানুষের ক্ষেত্রেও তা লক্ষনীয়।
দালানে ভরা ইট কাঠের শহর,গ্রামে তেমনি কাঠের বহর।
মানু্ষ জন্মগত ভাবে জটিল রাজনৈতিক প্রাণী, মানুষের পারষ্পরিক মিথষ্ক্রিয়ায় তা প্রতিভাত হয়।
মানুষের মনের এ জটিলত রূপ কখনো গ্রাম-শহরে মানেনা। সরলীকরনের সূত্র প্রয়োগ না করাই বাঞ্চনীয়।
সংস্কৃতি ও মূল্যবোধ, বিচার ও বিবেচনাবোধহীনতার সমাজে নীতি ও নৈতিকতারা আশ্রয় খোঁজা মানুষকে গ্রাম-শহরে আলাদা মানচিত্রে ঠাঁই দেয়া কি সম্ভব..?
আমরা বলি আমরা মানুষ, সামাজিক জীব।
সমাজ আসলে কোথায় ?
গ্রামে না শহরে ?
আমরা আসলে মানুষ নই --
মানুষ হবার চেষ্টাই আছি।
-- মোহাম্মদ ইমরান সজীব
প্রভাষক, বি.জি.সি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
0 Comments