"দীপজালা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আঁধার
স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো, শুধু আমায় ডেকো"
কেটে যাবে জীবনের সকল আঁধার
স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো, শুধু আমায় ডেকো"
যুদ্ধের সময় ভারতে গিয়ে তিনি ছদ্মনাম রাখেন—লাকী আনাম। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নাম পাল্টানোর কারণ হিসেবে তিনি দেশে পরিবারের নিরাপত্তার বিষয়টি ভেবেছিলেন। কারণ মা-বাবা দেশে থাকেন। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে তাঁর গান বাজে। পাকিস্তানি আর্মিরা কোনোভাবে আসল পরিচয় জানলে দেশে পরিবারের সদস্যদের মেরে ফেলতে পারে। পরে স্বাধীনতার পর দেশে ফিরে পূর্ব পুরুষের পদবি নিয়ে নিজের নাম রাখলেন লাকী আখান্দ।
নব্বইয়ের দশকে লাকী আখন্দের সুরে ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি গেয়ে তারকাখ্যাতি পেয়েছিলেন কুমার বিশ্বজিৎ। গানের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও প্রায় চল্লিশ বছরের সখ্যতা ছিল তাদের। লাকী আখন্দের স্মৃতিচারণ করে কুমার বিশ্বজিৎ বলেছিলেন...
"লাকী ভাই সবসময় বলতেন, পয়সার কাছে হার মানবে না। আর একটা জিনিস খুব ভালো লাগতো। যেটা আমার জীবনের আদর্শ হিসেবে কাজ করে। উনি বলতেন, দলছুট মানুষ হবা। দর্শকের পেছনে দৌড়াবা না, দর্শককে তোমার দিকে আনবা না। এটা প্রচন্ড ভাবে ছুঁয়ে গেছে।"
অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা হয়ে আড়ালেই ছিলেন, হয়ে ছিলেন দলছুট।
এই নন্দিত সংগীতশিল্পী-মুক্তিযোদ্ধা বাংলা সংগীতের রাজপুত্র বলে খ্যাত, এই নীল মনিহার এর আজ জন্মদিন।
শুভ জন্মদিন প্রিয় লাকী আখন্দ.....♥♥
2 Comments
thank you
ReplyDeleteসাথে থাকার জন্য ধন্যবাদ....
Delete