ভাবতে খুব অবাক লাগে!  যে সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্য চট্টগ্রামের ছিলো তা বিস্মৃতির অতলে কেনো হারিয়ে গেলো ?  এই অঞ্চলের মানুষ প্রতিরোধে, প্রতিবাদে নিজেদের অধিকারের বিষয়ে ছিলো সবচেয়ে বেশী সচেতন। তারা তাদের সে তেজ কেনো হারিয়ে ফেললো ? স্বাধীনতার পর মৌলবাদী আর সাম্প্রদায়িক শক্তির রক্ত চক্ষু উপেক্ষা করতে পারেনি চট্টগ্রাম। যার ফলশ্রুতিতে আমরা নিজেদের সংস্কৃতির প্রতিই অজ্ঞাত কিংবা অসচেতন হয়ে পড়েছি।

যে যুবক-যুবতীর বুকে উর্বর ভূমীর মতো জন্ম নিতো গোলাপের মতো ভালোবাসা, সুবাসে ভরিয়ে রাখতো চারদিক। আমরা সেখানে আবার চাষাবাদ করবো।

যে বুকে প্রতিবাদী দাবানল ঘুমিয়ে পড়েছে মহাকালের গর্ভে। আমরা সেখানে আবার আগুন জ্বালাবো। ইতিহাস, ঐতিহ্য ফিরিয়ে আনবো নিত্যদিনের জীবনচরিত্রে, এই উদ্দেশ্যে আমাদের "পূর্বাঞ্চলের" যাত্রা।

Post a Comment

0 Comments