"চাঁদ তুমি ফিরে যাও ফিরে যাও,
দেখো, মানুষের খুনে খুনে রক্তিম বাংলা,
রূপসী আঁচল কোথায় রাখবো বলো?"
টিভি'র নিউজস্ক্রোলে যখন কয়জন মরলো আর কয়জন আক্রান্ত হলো সে হিসেব নিতে চোখ রাখছি প্রতিদিন। মৃত্যু তাড়িয়ে বেড়াচ্ছে আমাদের গুপ্তঘাতকের মতো করে প্রতিটা মুহুর্তে। উপকূলের লোকগুলো মাথার উপরের চাল হারিয়ে, চুলোয় চড়ানো ভাত হারিয়ে উদবাস্তু বনে গেছে। মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে কিভাবে ঈদের শুভেচ্ছা জানাবো ভেবে পাচ্ছিনা।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ঈদ পালনের পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের। ১৯৭০ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে দেশের সাত কোটি মানুষের মধ্যে পাঁচ লক্ষ লোক'কে হারিয়ে আমাদের ঈদ করতে হয়েছে। ১৯৭১ সালেও আমরা যখন রক্ত নদীতে সাঁতার কাটছিলাম আঁতুড়ঘরে গর্ভজাত সন্তানের মতো। তখনও আমাদের ঈদ করতে হয়েছে ত্রিশ লক্ষ লোকের মৃত্যু দেখতে দেখতে।
ছবিঃ ২০ নভেম্বর কলকাতায় অস্থায়ী সরকারের ঈদের জামাতের ছবি।
মুক্তিযুদ্ধের সময়কার অন্যতম শব্দসৈনিক, প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী তার স্মৃতিচারণে বলেছিলেন,
‘‘একাত্তরে তখন চলছে মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে আর অবরুদ্ধ বাংলায় ভীতসন্ত্রস্ত বাঙালির ঘরে এসেছে ঈদের বার্তা। কিন্তু কি করে পড়বো ঈদের জামাত? আমরা দেশমাতৃকার মুক্তির সংগ্রামে লড়াই করছি রণাঙ্গনে। মাথায় টুপির বদলে হেলমেট, নয়তো গামছা বাঁধা। সারাক্ষণ ব্যস্ত শত্রুর মোকাবিলায়, সময় কোথায় ঈদ করার? তাইতো ক্ষুদ্ধ শব্দ সৈনিক শহীদুল ইসলাম ঈদের চাঁদকে বললেন ফিরে যেতে। তিনি লিখলেন...
‘চাঁদ তুমি ফিরে যাও ফিরে যাও, দেখো, মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপসী আঁচল কোথায় রাখবো বলো?’
প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী সুরকার অজিত রায় সুর সংযোজন করলেন এ গানে। স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা কোরাসে গেয়েছিলেন এই গান।
তবু আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। আমাদের একমাত্র শক্তি, একমাত্র গর্বের জায়গা'টা হচ্ছে যেকোনো দুর্যোগ আর দূর্বিপাকে বাঙালী ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। এই লড়াইয়ে'ও ইনশাআল্লাহ মানুষ জিতবে আবার সেই বিশ্বাস বাঁচিয়ে রাখি।
ঈদের সাথে অবিচ্ছেদ্য কাজী নজরুলের যে অবিনাশী গান, সেখানেও কবি বলছেন....
"যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ।"
ঈদ কেবল আনন্দ নয়, এই ঈদ শক্তি হয়ে আসুক আমাদের জীবনে। আসুন নিত্য উপবাসীদের এই লড়াইয়ে শরীক হই সকলেই যার যার সামর্থ্য মতো।
এবং লকডাউনের এই সময়টা'তে, সাদাকালো ঈদে চলুন সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে নিরাপদে থাকি অন্যদেরও নিরাপদ রাখি....
0 Comments