আগ্রাবাদের নামকরণের ইতিহাস ..

ছবিঃ বর্তমান আগ্রাবাদ এলাকা 

১৬৬৬ সালে বুজুর্গ উমেদ খানের নেতৃত্বে মোগল বাহিনী মগ–ফিরিঙ্গিদের পরাজিত করে চট্টগ্রাম দখল করলে চট্টগ্রামে মোগল শাসনের সূচনা ঘটে। এ সময় মোগল বাহিনীর সাথে আগ্রা থেকে আসা সৈন্যরা এই এলাকার জঙ্গল পরিষ্কার করে এলাকাটিতে বসতি স্থাপন করে। তখন থেকেই আগ্রার সৈন্যদের আবাদ করা এ স্থানের নাম হয় আগ্রাবাদ।

১৯৪৭ সালের পূর্বে আগ্রাবাদ মূলত একটি গ্রাম  ছিলো। পরবর্তীতে ঔপনিবেশিক শাসনকাল শেষ হওয়ার পর ১৯৫০ সালের দিকে এ অঞ্চলের উন্নয়ন শুরু হয়। পরবর্তীতে আশির দশক থেকে এ এলাকায় নগরায়ন শুরু হলে এটি বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। দেশের ব্যবসা–বাণিজ্যের এক বিরাট অংশ আগ্রাবাদ থেকেই পরিচালিত হয়ে থাকে।

#আগ্রাবাদ
#নামকরণের_ইতিহাস

Post a Comment

0 Comments